হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহিল উজমা জাওয়াদী আমুলি এক বিবৃতিতে বলেন, “আমাদের হাতে ইসলামের বার্তা প্রচারের যথেষ্ট উপকরণ ও সামর্থ্য রয়েছে। তবুও আমরা যদি সে দায়িত্ব পালনে গাফিল হই, তাহলে তা স্পষ্ট করে দেয় যে ঘাটতি আমাদের নিজেদের মধ্যেই রয়েছে—হোক তা অবহেলা কিংবা ব্যর্থতা। মানুষের স্বভাব ও বুদ্ধিভিত্তিক প্রবৃত্তি সত্যকে গ্রহণ করতে প্রস্তুত থাকে, তবে তা পৌঁছাতে হয় এমন জবান দিয়ে—যা পবিত্র ও সৎ জীবনের প্রতিফলন; (যদি এমনটি হয় অর্থাৎ আমরা সচ্চরিত্রবান ও আমলদার হই) তখনই মানুষ তা অন্তর দিয়ে গ্রহণ করে।”
সংযোজন: আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি-এর বক্তব্যে স্পষ্ট—ধর্মের বাণী তখনই মানুষের হৃদয়ে প্রভাব ফেলতে সক্ষম হয়, যখন তা একজন সচ্চরিত্র, খোদাভীরু ও সৎ আমলকারী ব্যক্তির মুখ থেকে উচ্চারিত হয়। তাই প্রকৃত দাওয়াত (আহ্বান) কেবল কথা দিয়ে নয়, কর্ম ও চরিত্র দিয়েও হতে হয়।
আপনার কমেন্ট